শনিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

জাতিসংঘ নিরস্ত্রীকরণ সম্মেলনে যোগ দিচ্ছেন না সু চি

পূর্বনির্ধারিত থাকলেও জাতিসংঘের নিরস্ত্রীকরণ সম্মেলনে যোগ দিচ্ছেন না মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি। আগামী সপ্তাহে জেনেভায় অনুষ্ঠিতব্য এই সম্মেলনে যোগ দেওয়ার কথা ছিল সু চির।

মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের ওপর চরম নির্যাতন ও নিপীড়ন নিয়ে আন্তর্জাতিক পরিম লে সমালোচিত সু চি। হত্যা-ধর্ষণসহ বিভিন্ন ধারার সহিংসতা ও নিপীড়ন থেকে বাঁচতে নতুন করে গত দুই বছরে বাংলাদেশে পালিয়ে আসে রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রায় ৭ লাখ মানুষ। সম্প্রতি জাতিসংঘের প্রতিবেদনে রোহিঙ্গা নিপীড়নের ঘটনায় মিয়ানমারের সেনাবাহিনীকে দায়ী করা হয়েছে। এ ছাড়া বেসামরিক সর্বোচ্চ নেতা অং সান সু চিরও সমালোচনা করে বলা হয়েছে, রোহিঙ্গা নিধনযজ্ঞ ঠেকাতে নিজের নৈতিক অবস্থান ও রাষ্ট্রীয় ক্ষমতা প্রয়োগ করতে ব্যর্থ হয়েছেন তিনি। রোহিঙ্গা নিপীড়ন প্রশ্নে নীরব ভূমিকার কারণে শুরু থেকেই সমালোচিত হয়ে আসছেন সু চি। বার বারই উঠেছে তার নোবেল পুরস্কার প্রত্যাহারের দাবি। সমালোচনা থেকে বাঁচতে তিনি সম্মেলনে যোগ দিচ্ছেন না বলে ধারণা করা হচ্ছে।

সর্বশেষ খবর