শনিবার, ২ মার্চ, ২০১৯ ০০:০০ টা

কুম্ভমেলায় বাসের লাইন উঠল গিনেস বুকে

কুম্ভমেলায় বাসের লাইন উঠল গিনেস বুকে

৩ দশমিক ২ কিলোমিটার এলাকাজুড়ে ৫০০ বাস দাঁড়িয়ে আছে। এমন দৃশ্য দেখা গেছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজের কুম্ভমেলায়। এক সঙ্গে এত বাসের দীর্ঘ লাইন ইতিমধ্যেই গিনেস রেকর্ড করেছে। এর আগে সংযুক্ত আরব আমিরাতের ৩৯তম জাতীয় দিবসে আবুধাবির শেখ খলিফা বিন জায়েদ হাইওয়েতে ৫ দশমিক ৮ কিলোমিটার জুড়ে থাকা ৩৯০টি বাস বিশ্বরেকর্ড তৈরি করায় গিনেস বুকে নাম উঠেছিল। কিন্তু কুম্ভমেলার লোগো লাগানো ৫০০ বাসের লাইন আগের রেকর্ড ভেঙে দিয়েছে। গিনেস বুক অব ওয়ার্ল্ড  রেকর্ডস কর্তৃপক্ষের তরফ থেকে কুম্ভমেলায় তৈরি হওয়া বাসের লাইন পর্যবেক্ষণ করতে পর্যবেক্ষকদের পাঠানো হয়েছিল। পুরো বিষয় পর্যবেক্ষণের পর ৩ দশমিক ২ কিলোমিটার এলাকা জুহওয়া ৫শ বাসের প্যারেড বিশ্বরেকর্ড গড়ছে বলে গিনেস কর্তৃপক্ষের কাছে রিপোর্ট দিয়েছেন তারা। এর আগে বিশ্বেও কোথাও এক সঙ্গে ৫শ বাসের প্যারেড চোখে পড়েনি। উত্তরপ্রদেশ স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের (ইউপিএসআরটিসি) গেরুয়া রঙের এই বাসগুলো শাসন টোলপ্লাজা ও নবাবগঞ্জ  টোলপ্লাজার মধ্যে থাকা ১৯ নম্বর জাতীয় সড়কে দাঁড়িয়ে ছিল। সংস্থাটির তরফ থেকে ১৮টি জেলার প্রশাসনের কাজে ড্রাইভার ও প্রয়োজনীয় কর্মী নিয়ে বাসগুলো ২৭ ফেব্রুয়ারি মধ্যে কুম্ভমেলায় পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছিল।

সর্বশেষ খবর