বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

নতুন প্রেসিডেন্টের জন্য ভোট ইন্দোনেশিয়ায়

ইন্দোনেশিয়ায় প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় গতকাল সকাল ৭টা থেকে  ভোটগ্রহণ শুরু হয়। শেষ হয় দুপুর ১টায়। ১৭ হাজারেরও অধিক দ্বীপের দেশ ইন্দোনেশিয়ার ভোটাররা দেশটির নতুন প্রেসিডেন্টের জন্য ভোট দিলেও ফলাফল জানা যাবে আগামী মাসে। বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়ার জনসংখ্যা ২৬ কোটিরও বেশি। মোট ভোটার সংখ্যা ১৯  কোটি ২০ লাখ।

ইন্দোনেশিয়ার এ নির্বাচন একদিনে অনুষ্ঠিত বিশ্বের বৃহত্তম নির্বাচন। এবারই প্রথম দেশটির ভোটাররা একইদিনে প্রেসিডেন্ট, পার্লামেন্ট ও স্থানীয় পরিষদ নির্বাচনে নিজেদের রায় দিলেন। এবারের প্রেসিডেন্ট নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বর্তমান প্রেসিডেন্ট জোকো উইদোদো (৫৭) এবং সাবেক জেনারেল প্রাবোও সুবিয়ান্তোর (৬৭) মধ্যে। ২০১৪ সালের নির্বাচনেও তাদের মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল। এবারের নির্বাচনে ‘রাজনৈতিক ইসলাম’ গুরুত্বপূর্ণ নিয়ামক হয়ে উঠেছে।

সর্বশেষ খবর