শুক্রবার, ২৩ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

নিজেদের বানানো ক্ষেপণাস্ত্র দেখাল ইরান

নিজেদের বানানো ক্ষেপণাস্ত্র দেখাল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই ইরান এবার নিজেদের বানানো দূরপাল্লার, ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাপনার প্রদর্শনী করেছে। দেশটির  প্রেসিডেন্ট হাসান রুহানি গতকাল সহজে পরিবহনযোগ্য এ বাভার-৩৭৩ ব্যবস্থাপনার প্রদর্শনীর উদ্বোধন করেন। ‘দূরপাল্লার এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাপনায় আমরা ৩০০ কিলোমিটার দূর থেকেই লক্ষ্যবস্তু বা বিমানকে চিহ্নিত করতে পারব, ২৫০ কিলোমিটার দূরে আটকাতে এবং ২০০ কিলোমিটার দূরত্বেই ধ্বংস করে দিতে পারব,’ রাষ্ট্রীয় টেলিভিশনকে এমনটাই বলেছেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী আমির হাতেমি।  বাভার-৩৭৩-কে রাশিয়ার এস-৩০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থাপনার সমকক্ষ বলা হচ্ছে। গতকাল দেশটি প্রতিরক্ষা শিল্প দিবস পালন করেছে; এদিনই নিজেদের বানানো এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থাপনা সারা বিশ্বকে দেখাল তেহরান। নানা ধরনের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও বিধিনিষেধের কারণে ইরান বাইরের দেশগুলোর কাছ থেকে অস্ত্র কিনতে না পারলেও তারা নিজেদের নকশায় বিপুল অস্ত্র বানিয়ে তা মজুদ রেখেছে বলে অনুমান পর্যবেক্ষকদের।

সর্বশেষ খবর