শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা
অ ন্য খ ব র

আজ দেখা যাবে ক্ষুদ্রতম চাঁদ

আজ দেখা যাবে ক্ষুদ্রতম চাঁদ

আজ পূর্ণিমার রাত। তবে অন্যান্য পূর্ণিমা থেকে এবারের রাতটি একটু আলাদা। কারণ এ রাতে দেখা মিলবে ক্ষুদ্রতম চাঁদের। দীর্ঘ ১৩ বছর পর পৃথিবীতে দেখা যাবে এ ক্ষুদ্রতম চাঁদ। এর আগে ২০০৬ সালের জানুয়ারি মাসে দেখা গিয়েছিল ক্ষুদ্রতম চাঁদ। বিজ্ঞানীদের মতে, ‘মাইক্রো মুন’ বা ক্ষুদ্রতম চাঁদের ক্ষেত্রে চাঁদ ১৪  থেকে ৩০ শতাংশ পর্যন্ত ছোট দেখায়। উপবৃত্তাকার কক্ষপথের কারণে চাঁদ কখনো পৃথিবীর কাছে আসে, কখনো দূরে চলে যায়।  সে অনুযায়ী, আজ চাঁদ পৃথিবী থেকে সবচেয়ে দূরে অবস্থান করবে। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব দুই লাখ ৫১ হাজার ৬৫৫ মাইল দূরে হলেই মাইক্রো ধরা হয়। কিন্তু এবার তার থেকেও ৮১৬ মাইল দূরে থাকবে চাঁদ। তাই চাঁদকে আকারে খুব ছোট  দেখা যায়, তাই একে বলে ‘মাইক্রো মুন’ বা ক্ষুদ্রতম চাঁদ।

আজ পূর্ণিমা শুরু হবে সকাল ৭টা ৩৫ মিনিটে। আর পূর্ণিমা শেষ হবে আগামীকাল সকাল ১০টা ৪ মিনিটে। সবকিছু ঠিক থাকলে এ সময়ের মধ্যে চাঁদকে সব থেকে ছোট দেখাবে। ১৩ বছর পর চাঁদকে এতটা ছোটরূপে দেখতে চাইলে আজ সন্ধ্যা থেকে নজর রাখতে হবে আকাশের দিকে।

সর্বশেষ খবর