বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা
দূতাবাসে হামলা

ইরাকে আরও সৈন্য পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ইরাকে মার্কিন দূতাবাসে হামলা-ভাঙচুর এবং নিরাপত্তা চৌকিতে আগুন দেওয়ার পর দেশটিতে আরও সৈন্য পাঠানোর ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। মঙ্গলবার বিক্ষোভকারীরা মার্কিন দূতাবাস লক্ষ্য করে পাথর ছুড়েছে এবং দূতাবাসের নিরাপত্তা কর্মীদের সঙ্গে সংঘর্ষেও জড়িয়েছিল বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ইরাকে যুক্তরাষ্ট্রের বিমান হামলার পর ইরানঘনিষ্ঠ মিলিশিয়ার  নেতৃত্বাধীন এ বিক্ষোভ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্র নীতির ক্ষেত্রে নতুন চ্যালেঞ্জ হয়ে হাজির হয়েছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে কুয়েত থেকে সাড়ে ৭০০ সেনা ইরাকে পাঠানো  হবে। সামনের দিনগুলোতে ওই অঞ্চলে ৪ হাজারের মতো সৈন্য পাঠানোরও প্রস্তুতি নেওয়া হয়েছে। ইরাকে এখন ৫ হাজারের বেশি মার্কিন সেনা অবস্থান করছে।

সর্বশেষ খবর