শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

লিবিয়া ইস্যুতে পরস্পরকে দুষছে তুরস্ক ও ফ্রান্স

লিবিয়ায় অস্থিতিশীলতার জন্য ফ্রান্সকে দায়ী করেছে তুরস্ক। এর আগে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ অভিযোগ করেন লিবিয়ায় সংঘাত নিরসনে পূর্বে দেওয়া কথা রাখতে ব্যর্থ হয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান। এভাবেই পৃথক অনুষ্ঠানে প্যারিস ও আঙ্কারা পরস্পরকে দায়ী করে। লিবিয়ার সংঘাতের রাজনৈতিক সমাধান খুঁজে বের করতে গত ১৯ জানুয়ারি বার্লিনে এক সম্মেলন আয়োজন করেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল। ওই সম্মেলনে তুরস্ক, ফ্রান্সসহ আঞ্চলিক দেশগুলো লিবিয়ায় বিদেশি হস্তক্ষেপ বন্ধের বিষয়ে একমত হয়। এ ছাড়া জাতিসংঘের নেতৃত্বে লিবিয়ায় ঐক্য প্রতিষ্ঠায় সম্মতি আসে ওই সম্মেলনে।

সর্বশেষ খবর