দীর্ঘদিন ধরে কাশ্মীর নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। কখনো কখনো সেই উত্তেজনার পারদ বিপজ্জনক হয়ে ওঠে। এরই মধ্যে পাকিস্তান সফরে দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের কাশ্মীর নিয়ে মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। কাশ্মীরকে ভারতের অভ্যন্তরীণ বিষয় অ্যাখ্যা দিয়ে তুর্কি প্রেসিডেন্টকে এ নিয়ে ‘নাক না গলাতেও’ আহ্বান জানিয়েছে তারা। এরদোগানের পাকিস্তান সফরে আঙ্কারা ও ইসলামাবাদের মধ্যে হওয়া যৌথ ঘোষণায় কাশ্মীর প্রসঙ্গে থাকা সব বিষয়ও নয়াদিল্লি প্রত্যাখ্যান করেছে বলে জানিয়েছে এনডিটিভি। ‘আমরা তুর্কি নেতৃত্বকে ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার এবং পাকিস্তান থেকে ভারত ও এই অঞ্চলে ঢুকে পড়া সন্ত্রাসীদের মারাত্মক হুমকিসহ প্রকৃত পরিস্থিতি নিয়ে জানাশোনার আহ্বান জানাচ্ছি,’ তুর্কি প্রেসিডেন্টের শুক্রবারের মন্তব্যের প্রতিক্রিয়ায় জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবিশ কুমার। ‘তুরস্ক-পাকিস্তান যৌথ ঘোষণায় জম্মু ও কাশ্মীর নিয়ে যা যা এসেছে, সবই প্রত্যাখ্যান করছি আমরা। কেননা, এটি ভারতের অবিচ্ছেদ্য অংশ,’ বলেছেন তিনি। এর আগে শুক্রবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে বৈঠকে তুরস্কের প্রেসিডেন্ট কাশ্মীর প্রসঙ্গে সব সময় ইসলামাবাদের পাশে থাকার ঘোষণা দেন। পাকিস্তানের পার্লামেন্টে দেওয়া যৌথ ভাষণেও এরদোগান কাশ্মীর নিয়ে কথা বলেন। ‘আমাদের কাশ্মীরি ভাইবোনরা দশকের পর দশক ধরে সমস্যার মধ্যে আছেন। সাম্প্রতিক সময়ে (ভারতের) একতরফা সিদ্ধান্তের কারণে এটি আরও তীব্র হয়েছে,’ গত বছর ভারত সরকারের জম্মু ও কাশ্মীরের স্বায়ত্তশাসন কেড়ে নিয়ে সেখানে কেন্দ্রের শাসন জারির দিকে ইঙ্গিত করে বলেন তুর্কি প্রেসিডেন্ট। এরদোগান সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ভাষণেও কাশ্মীর নিয়ে নয়াদিল্লির সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছিলেন। ভারত সে সময়ও এরদোগানের অবস্থান নিয়ে আপত্তি জানিয়েছিল।
শিরোনাম
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
- ভূমিকম্পে মেট্রোরেল স্থাপনার কোনো ক্ষতি হয়নি: ডিএমটিসিএল এমডি
- বাংলাদেশ ও ভুটানের মধ্যে ২ সমঝোতা স্মারক সই
- পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
- আইন হয়ে গেলে গণভোটের প্রস্তুতি শুরু করবে কমিশন: সিইসি
- প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক
- সিরাজগঞ্জে ডিবি হেফাজতে সন্দেহভাজন আসামির মৃত্যু
- ভূমিকম্পে হতাহত পরিবারকে আর্থিক সহায়তা দিচ্ছে সরকার
কাশ্মীরে নাক গলাবেন না
তুর্কি প্রেসিডেন্টের প্রতি ভারতের আহবান
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর