বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

এবার মুখোমুখি হচ্ছেন অমিত-মমতা

এবার মুখোমুখি হচ্ছেন অমিত-মমতা

অমিত শাহ, ভারতের বর্তমান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনিই দেশটির বিতর্কিত নাগরিকত্ব আইন (সিএএ)-এর অন্যতম কা-ারি। আর ওই আইনের বিরোধিতার অন্যতম মুখ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই দুজন এবার মুখোমুখি হতে চলেছেন। আগামী ২৮ ফেব্রুয়ারি এই দুনেতা মুখোমুখি হচ্ছেন। অবশ্য সিএএ নিয়ে চরম বিরোধের মধ্যেই গত মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেন মমতা। তবে অমিত শাহের সঙ্গে এই দেখা হচ্ছে মূলত ভারতের জাতীয় নিরাপত্তা এবং সীমান্ত পরিস্থিতি নিয়ে। প্রতি বছর অবশ্য এই বৈঠক হয়ে থাকে। গত বছর এই বৈঠক হয়েছিল নবান্নতে। এবারের এই বৈঠক হবে ওড়িষ্যা রাজ্যের রাজধানী ভুবনেশ্বরে। বৈঠক ছাড়াও তার সঙ্গে আলাদাভাবে কথা বলতে পারেন বলেও জানা  গেছে।

সর্বশেষ খবর