বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

অনিশ্চয়তার মুখে মালয়েশিয়ার রাজনীতি

রাজপ্রাসাদে ডাকা হলো ৯০ এমপিকে

অন্তর্র্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে ড. মাহাথির মোহাম্মদ (৯৪) কতদিন দায়িত্ব পালন করবেন, তা নিশ্চিত নয়। কবে নাগাদ একটি নতুন মন্ত্রিসভা গঠন করা হবে তাও স্পষ্ট নয়। পরবর্তী সরকার কবে গঠন হবে তা নিয়েও রয়েছে অস্পষ্টতা। সবমিলে অনিশ্চয়তার মুখে পড়েছে মালয়েশিয়ার রাজনীতি।

সোমবার ড. মাহাথির মোহাম্মদ পদত্যাগ করায় আনোয়ার ইব্রাহিমের কাছে তার ক্ষমতা হস্তান্তরের নির্বাচন পূর্ববর্তী প্রতিশ্রুতি নিয়ে সংশয়ের সৃষ্টি হয়েছে। ওদিকে গত বছরের শেষ চতুর্ভাগে এক দশকের মধ্যে মালয়েশিয়ার অর্থনীতির প্রবৃদ্ধি ছিল একেবারে নিচে। অ্যাটর্নি জেনারেল টম্মি থমাস সাংবাদিকদের বলেছেন, একজন অন্তর্র্বর্তী নেতা কতদিন ক্ষমতায় থাকতে পারবেন তার কোনো সুনির্দিষ্ট সময়সীমা নেই। প্রধানমন্ত্রী হিসেবে একজন অন্তর্র্বর্তী প্রধানমন্ত্রীর পূর্ণাঙ্গ ক্ষমতা আছে। তিনি নিজের মতো করে একটি মন্ত্রিসভা গঠনসহ যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন। এদিকে মাহাথির মোহাম্মদ প্রধানমন্ত্রীর পদ ত্যাগ করার পর মালয়েশিয়ায় উ™ভূত পরিস্থিতিতে ব্যক্তিগত পর্যায়ে সাক্ষাৎকারের জন্য গতকাল ৯০ জন এমপিকে রাজপ্রাসাদে ডেকেছেন রাজা ইয়াং ডি-পার্তুয়ান আগং। সে দেশের সংবাদমাধ্যম নিউ স্ট্রেইট টাইমস-এর এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। সংবাদমাধ্যমটি জানায়, প্রধানমন্ত্রীর ভূমিকা কী হবে এবং পরবর্তীতে কীভাবে নতুন সরকার গঠন করা যাবে; সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য এমন উদ্যোগ নিয়েছেন রাজা। রাজপ্রাসাদের কম্পট্রোলার আহমেদ ফাদিল শামসুদ্দিন জানান, সাক্ষাৎকারে প্রতি এমপিকে দুই থেকে তিন মিনিট সময় দেওয়া হবে। দুই দিন ধরে এ সাক্ষাৎ নেওয়া হবে। বাকি ১৩১ জন এমপিকেও বুধবার রাজা একইভাবে সাক্ষাৎকারে ডাকবেন।

সর্বশেষ খবর