বুধবার, ৬ মে, ২০২০ ০০:০০ টা

নিউইয়র্কে শিশুদের দেহে রহস্যময় উপসর্গ

নিউইয়র্কে শিশুদের দেহে রহস্যময় উপসর্গ

যুক্তরাজ্যের পর এবার নিউইয়র্কেও শিশুদের দেহে ‘খুবই রহস্যময় কিন্তু— বিপজ্জনক’ উপসর্গ দেখা দিয়েছে। নিউইয়র্কের হাসপাতালে এখন পর্যন্ত এই উপসর্গ নিয়ে ১৫ জন শিশু ভর্তি হয়েছে। এসব শিশুর দেহে বহুমাত্রিক প্রদাহজনিত উপসর্গ পাওয়া গেছে। ইউরোপের কয়েকটি দেশেও শিশুদের শরীরে এমন উপসর্গ দেখা গেছে। নিউইয়র্ক সিটির স্বাস্থ্য বিভাগ  সোমবার এক স্বাস্থ্য সতর্ক বার্তায় এ তথ্য জানিয়েছে। খবর নিউইয়র্ক টাইমসের। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এসব শিশুর দেহের উপসর্গ কভিড-১৯ য়ের সঙ্গে সম্পর্কিত হতে পারে। গত ১৭ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত হাসপাতালে ভর্তিকৃত এসব শিশুর বয়স ২ থেকে ১৫ বছর। এদের অনেকের শরীরেই ইতিমধ্যেই করোনা পজিটিভ ধরা পড়েছে। তবে সব শিশু করোনায় আক্রান্ত নয়। বেশ কিছু শিশুর ক্রমাগত জ্বর, কাওয়াসাকি রোগ বা টক্সিক শক সিনড্রোমের মতো উপসর্গ দেখা দিয়েছে। কাওয়াসাকি রোগের কারণে ধমনির প্রাচীরে এক ধরনের প্রদাহ  তৈরি হয় এবং হৃৎপিণ্ডে রক্তের সরবরাহ কমিয়ে আনে। অনেক ক্ষেত্রেই শিশুরা কোনো ধরনের জটিলতা ছাড়াই সুস্থ হয়ে ওঠে। আবার অনেক ক্ষেত্রে এটা কোনো শিশুর মৃত্যুর কারণও হতে পারে।

সর্বশেষ খবর