শিরোনাম
বুধবার, ৩ জুন, ২০২০ ০০:০০ টা

ঘূর্ণিঝড় ‘নিসর্গ’ আজ আঘাত হানবে ভারতে

ঘূর্ণিঝড় আম্ফানের ক্ষয়ক্ষতি এখনো কাটিয়ে উঠতে পারেনি পশ্চিমবঙ্গ। এরই মধ্যে আঘাত হানতে যাচ্ছে ঘূর্ণিঝড় নিসর্গ। তবে এবার বঙ্গোপসাগরে নয়, ঘূর্ণিঝড়টি সৃষ্টি হয়েছে আরব সাগরে। আজ ভারতের মহারাষ্ট্র ও গুজরাট উপকূলে আঘাত হানতে পারে গ্রীষ্মকালীন এই  ঘূর্ণিঝড়। ভারতের মুম্বাই ও সুরাট থেকে দক্ষিণ-পশ্চিমে গভীর নিম্নচাপ রূপে অবস্থান করলেও বুধবার শক্তি বৃদ্ধি করে ঘূর্ণিঝড়ের রূপ নেবে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অধিদফতর। আজ সকাল ৭টা থেকে দুপুর ১২টার মধ্যে শক্তিশালী ঘূর্ণিঝড় নিসর্গ ভারতের মহারাষ্ট্রে আঘাত হানার সম্ভাবনা রয়েছে।

সর্বশেষ খবর