শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০ ০০:০০ টা

বেলুচিস্তানে সংখ্যালঘুদের ওপর অত্যাচার চালাচ্ছে পাকিস্তান

পাকিস্তানের বিরুদ্ধে আন্তর্জাতিক মহলে অভিযোগের শেষ নেই। এবার ইমরানের প্রশাসনের বিরুদ্ধে দেশটির বেলুচিস্তানে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগ তুলল দ্য ইউরোপিয়ান পার্লামেন্টারি রিসার্চ সার্ভিস (ইপিআরএস) নামে আন্তর্জাতিক একটি সংগঠন। বেলুচিস্তানে বসবাসকারী হিন্দুসহ বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের উপর তারা যে অকথ্য অত্যাচার করছে তার তীব্র প্রতিবাদ করল। আর এই বিষয়ে ইউরোপের থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে পরিচিত ওই সংগঠনটি হাতিয়ার করেছে পাকিস্তানের মানবাধিকার কমিশনের একটি রিপোর্টকে। পাকিস্তানের মানবাধিকার কমিশনের ওই রিপোর্টে বলা হয়েছে, বেলুচিস্তানের কোয়েটায় বসবাসকারী হিন্দু এবং খ্রিস্টান সম্প্রদায়ের মানুষরা খুব ভয়ানক পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছেন। কমিশনের প্রতিনিধিরা বিভিন্ন জায়গায় গিয়ে তার প্রমাণও পেয়েছেন। যদিও পাকিস্তানে সংখ্যালঘু ধর্মীয় গোষ্ঠীদের ওপর হামলার সংখ্যা সাম্প্রতিক সময়ে কমে গেছে। তবুও তারা এখনো আতঙ্ক নিয়ে সেখানে বাস করছে বলে জানা গেছে। ইউরোপের ওই সংস্থার তরফে এ প্রসঙ্গে ২০১৯ সালে প্রকাশিত মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা সংক্রান্ত প্রতিবেদনে থাকা পাকিস্তানে সংখ্যালঘুদের পরিস্থিতির কথা উল্লেখ করা হয়েছে।

সর্বশেষ খবর