শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

ভারতের নতুন পার্লামেন্ট ভবন বানাবে টাটা

ভারতের নতুন পার্লামেন্ট ভবন বানাবে টাটা

ভারতের নতুন পার্লামেন্ট ভবন নির্মাণের কাজ পেয়েছে দেশটির সবচেয়ে বড় ব্যবসায়ী গোষ্ঠী টাটা। ১১ কোটি ৭০ লাখ মার্কিন ডলারের প্রকল্পটি নির্মিত হবে রাজধানী নয়াদিল্লির প্রাণকেন্দ্রে। উপনিবেশিক আমলে নির্মিত বিদ্যমান পার্লামেন্ট ভবনটির স্থলে নতুন ভবনটি ২০২২ সালে নির্মাণ শেষ হবে বলে আশা করা হচ্ছে। ওই বছর স্বাধীনতা লাভের ৭৫তম বার্ষিকী উদযাপন করবে ভারত। খবর বিবিসি

সমালোচকেরা বলছেন, নতুন পার্লামেন্ট ভবন নির্মাণ না করে সেই অর্থ করোনাভাইরাসের মহামারী নিয়ন্ত্রণে ব্যয় করা উচিত। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৫০ লাখ ছাড়িয়ে গেছে। আক্রান্তের হিসেবে এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ ভারত। দেশটিতে এ ভাইরাসে মৃতের সংখ্যা পৌঁছেছে ৮০ হাজারের বেশিতে।

সর্বশেষ খবর