সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা
জাতিসংঘে মোদি

ভারতকে কেন নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য করা হচ্ছে না

জাতিসংঘের কড়া সমালোচনা করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর ক্ষোভ, কেন এখন নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যের মর্যাদা ভারতকে দেওয়া হচ্ছে না? জাতিসংঘের সাধারণ সভায় ভাষণে শনিবার মোদি বলেন, আর কতদিন ভারত অপেক্ষা করবে? যে দেশের অন্তহীন ভাষা, বৈচিত্র্য ভরা সংস্কৃতি, বিপুল ঐতিহ্যশালী ইতিহাস, সেই দেশ সুবিচার কবে পাবে? তিনি বলেন, জাতিসংঘ যে আদর্শ নিয়ে গঠিত, তার সঙ্গে ভারতের আত্মার যোগ অত্যন্ত নিবিড়। ভারত চিরকাল বিশ্ব শান্তির পক্ষে সদর্থক ভূমিকা পালন করেছে। শান্তি স্থাপনে ভারতের সেনা আত্মদানও দিয়েছে। মোদি বলেন, আগামী ২ অক্টোবর আন্তর্জাতিক অহিংসা দিবস থেকে  ২১ জুনের আন্তর্জাতিক যোগ দিবস, সবই ভারতের অবদান। দেশটি যখন কারও দিকে বন্ধুত্বের হাত বাড়ায়, তখন কোনো তৃতীয় দেশের সঙ্গে শত্রুতা করে না।

সর্বশেষ খবর