গত মার্চের পর বৃহস্পতিবার এক দিনে সর্বোচ্চ কভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। এক সময় মহামারী করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় সফল বলে বিবেচিত হয়েছিল এশিয়ার দেশ দক্ষিণ কোরিয়া। রয়টার্সের প্রতিবেদনে এ কথা বলা হচ্ছে, দক্ষিণ কোরিয়ায় ফের সামাজিক দূরত্ব সংক্রান্ত বিধিনিষেধ আরোপের পরও দেশটিতে তৃতীয় দফায় ভাইরাসটির সংক্রমণ পরিস্থিতির আরও অবনতি ঘটতে পারে। দ্বিতীয় দফায় করোনা সংক্রমণের এক মাস না পেরোতেই চলতি সপ্তাহে দেশটির সরকার রাজধানী সিউলসহ তার আশপাশের এলাকাগুলোতে সামাজিক দূরত্ব সংক্রান্ত কঠোর বিধিনিষেধ আবারও আরোপ করেছে। গত ৬ মার্চের পর প্রথমবারের মতো দক্ষিণ কোরিয়ায় দৈনিক সংক্রমণ ৫০০ ছাড়িয়ে বৃহস্পতিবার ছিল ৫৮৩ জন। কিছু বিশেষজ্ঞ বলছেন, সরকার দ্রুত বিধিনিষেধ শিথিল করায় সংক্রমণে ফের ঊর্ধ্বগতি দেখা দিয়েছে।