শুক্রবার, ৮ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

ফেসবুক, টুইটারের পর বন্ধ ট্রাম্পের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ট্রাম্প সম্পর্কে মন্তব্য করেছিলেন, তিনি প্রেসিডেন্টশিয়াল কাজের চেয়ে বেশি সময় দেন সোশ্যাল মিডিয়ায়। ক্ষমতা ছাড়ার আগে বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকেই বড় ধাক্কাটি খেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্যাপিটল ভবনে ট্রাম্প সমর্থকদের নজিরবিহীন হামলার পর সেই হিংসা উসকে দেওয়ার অভিযোগ উঠেছে ট্রাম্পের বিরুদ্ধে। আর তার জেরেই ফেসবুক ও টুইটার বন্ধ করে দিয়েছিল ট্রাম্পের অ্যাকাউন্ট। এবার সেই একই রাস্তায় হাঁটল ইনস্টাগ্রামও। ২৪ ঘন্টার জন্য বন্ধ করে দেওয়া হয়েছে ট্রাম্পের অ্যাকাউন্ট। অন্যদিকে ১২ ঘণ্টার জন্য বন্ধ রাখা হয়েছে তাঁর টুইটার অ্যাকাউন্ট। এক্ষেত্রে টুইটারের বক্তব্য, ডোনাল্ড ট্রাম্প যদি তাঁর উসকানিমূলক বার্তা ডিলিট না করেন, তবে পুরোপুরি বন্ধ করা হতে পারে তাঁর টুইটার অ্যাকাউন্ট। ফেসবুকের ভাইস প্রেসিডেন্ট গুই রোজেন জানিয়েছেন, জরুরি অবস্থার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে পরিস্থিতি শান্ত হওয়ার আশা করেছেন তাঁরা।

সর্বশেষ খবর