মঙ্গলবার, ২ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

উহানের বাজারে তদন্তে হু-র দল

চীনের উহানের সেই বিতর্কিত মাংসের বাজারের অবস্থা সরেজমিন দেখল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র তদন্তকারী দল। এ বাজার থেকেই প্রথম করোনা-সংক্রমণ ঘটেছিল বলে সন্দেহ বিশেষজ্ঞদের। প্রথমে চীন স্বীকার করলেও পরে উহানকেই করোনার উৎস হিসেবে মানতে অস্বীকার করে। বিষয়টি তদন্ত করতে আপাতত চীনে রয়েছে দলটি। গতকাল তারা উহানের ‘হুনান সি-ফুড মার্কেট’ এবং অন্য একটি পাইকারি বাজারে যায়। দুটি বাজার চত্বরই গতকাল ব্যারিকেড দিয়ে ঘিরে রেখেছিলেন নিরাপত্তা রক্ষীরা। শুধু হু-র দলটিকে ঢুকতে দেওয়া হয়।

সাংবাদিকদেরও প্রবেশে অনুমতি দেওয়া হয়নি। বাজারের বাইরে অপেক্ষায় ছিলেন তাঁরা।

সর্বশেষ খবর