বুধবার, ৭ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

কোভিশিল্ড ২-৩ মাসের ব্যবধানে ৯০ শতাংশ কার্যকর

বিশ্বের বিভিন্ন দেশে প্রয়োগ শুরু হয়েছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন। ভারতে এ টিকার উৎপাদন করে সেরাম ইনস্টিটিউট। ভারতীয় সংস্করণের নাম কোভিশিল্ড। সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার সিইও আদর পুনাওয়ালা গতকাল জানিয়েছেন, প্রথম ও দ্বিতীয় ডোজের মধ্যে ব্যবধান ২ থেকে ৩ মাস হলে কার্যকারিতা ৯০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পায়। ভারতীয় সংবাদমাধ্যম বিজনেস টুডে এ খবর জানিয়েছে। ২০২১ সালের শুরুতে চিকিৎসাবিষয়ক আন্তর্জাতিক জার্নাল ‘দ্য ল্যানসেট’-এর একটি গবেষণায় দাবি করা হয়েছিল, অ্যাস্ট্রাজেনেকার তৈরি ভ্যাকসিনের দুটি ডোজের মধ্যে এক মাসের ব্যবধান থাকলে এর কার্যকারিতা ৭০ শতাংশ। তবে এবার সেরামের সিইও জানালেন, ব্যবধান ২ থেকে ৩ মাস হলে কার্যাকিরতা ৯০ শতাংশ পর্যন্ত পৌঁছাতে পারে। আদর পুনাওয়ালা বলেন, এক মাসের ব্যবধানে ডোজ দেওয়ার সময় ভ্যাকসিনটি ৭০ শতাংশ প্রভাব ফেলে।

সর্বশেষ খবর