শিরোনাম
মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

ইতালিতে বাড়ি মিলছে এক ইউরোয়

ইতালিতে বাড়ি মিলছে এক ইউরোয়

ইতালির সিসিলি শহর কর্তৃপক্ষ এক কাপ কফির দামে বাড়ি বিক্রির প্রস্তাব দিয়েছে। সিসিলির পূর্ব উপকূলে সাগর সৈকতের কাছে চিক তায়োরমিনার মাউন্ট ইতনার ওই শহরে ৯০০-এর বেশি পরিত্যক্ত বাড়ি রয়েছে। এসব বাড়ির বেশির ভাগই শহরের পুরনো অংশে। বাড়িগুলোর অনেকাংশ ধ্বংস হয়ে গেছে। এ কারণে প্রতীকী দাম ১ ইউরো দরে বিক্রির মাধ্যমে শুরু করা হচ্ছে বাড়ি বিক্রি। তবে যেসব বাড়ি কিছুটা ভালো অবস্থায় আছে, সেগুলো ৪ হাজার থেকে ৫ হাজার ইউরোয় বিক্রি হচ্ছে। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের প্রতিবেদন থেকে জানা গেছে, কাস্তিগলিয়োন ডি সিসিলি নামের ওই শহরটি মাউন্ট এটনা পর্বতের খাঁজে অবস্থিত। উনিশ শতকে শহরটিতে প্রায় ১৪ হাজার মানুষের বসত থাকলেও সম্প্রতি সেখানকার মানুষের সংখ্যা নেমে এসেছে ৩ হাজারে। সেখানে নতুন করে প্রাণ সঞ্চারের উচ্চাকাক্সক্ষী প্রজেক্ট নিয়েছেন মেয়র অ্যান্তোনিও কামারদা।

সর্বশেষ খবর