শনিবার, ১ মে, ২০২১ ০০:০০ টা

পশ্চিমবঙ্গে লকডাউন

কলকাতা প্রতিনিধি

করোনাভাইরাস সংক্রমণ রুখতে এবার আংশিক লকডাউন ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। গতকাল থেকেই রাজ্যের সমস্ত শপিং মল, বিউটি পার্লার সিনেমা হল, রেস্তোরাঁ ও বার, স্পোর্টস কমপ্লেক্স, জিম, স্পা, সুইমিং পুল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করার নির্দেশ দেওয়া হয়। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত বন্ধের আওতায় থাকবে এই ক্ষেত্রগুলো।  নির্দেশিকায় বলা হয় সকালে ৭ টা থেকে ১০ টা এবং বিকালে ৩ টা থেকে ৫ টা পর্যন্ত সব বাজার, হাট খোলা থাকবে। যদিও ওষুধের দোকান, মুদি দোকান এর মতো জরুরি পরিষেবা এর আওতা থেকে ছাড় দেওয়া হয়েছে। ওই নির্দেশিকায় রাজ্যে সমস্ত ধরনের সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা, বিনোদন মূলক জমায়েতও নিষিদ্ধ করা হয়েছে।

আগামী ২ মে বিধানসভার ভোটগণনার দিন গণনাকেন্দ্রে জমায়েত বা বিজয় মিছিলের ওপর যে নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন। সেই নির্দেশও চালু রাখল রাজ্য সরকার।

উল্লেখ্য, করোনার দ্বিতীয় ঢেউ’এর ধাক্কায় বেসামাল পশ্চিমবঙ্গ তথা গোটা ভারত। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর