সোমবার, ৭ জুন, ২০২১ ০০:০০ টা

ভারতীয় ধরন ৪০ ভাগ বেশি সংক্রমণশীল

ভারত, আফ্রিকা ও যুক্তরাষ্ট্রে সৃষ্ট করোনার নতুন ধরন গোটা বিশ্বে আতঙ্ক সৃষ্টি করেছে। তবে ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক জানিয়েছেন, যুক্তরাজ্যে শনাক্ত করোনাভাইরাসের ধরনের তুলনায় ৪০ শতাংশ বেশি সংক্রমণশীল ভারতীয় ধরন বা ডেল্টা ভ্যারিয়েন্ট। যুক্তরাজ্যে ১৩২ জনের শরীরে ভারতীয় ধরন শনাক্ত হওয়ার পর এমন তথ্য দিয়েছেন ম্যাট হ্যানকক। তিনি জানান, ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্তদের বেশির ভাগই ওয়েলসের বাসিন্দা। টেলিভিশনের এক অনুষ্ঠানে এমন তথ্য দেন ম্যাট হ্যানকক। তবে তিনি জানান, দুই ডোজ ভ্যাকসিন নিলে যে কোনো ভ্যারিয়েন্ট মোকাবিলা করা সম্ভব। ম্যাট হ্যানকক বলেন, ডেল্টা ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ার পর থেকে নাজুক অবস্থায় রয়েছে ভারত। যুক্তরাজ্যের উচিত সীমান্তে আরও বেশি কড়াকড়ি অবস্থায় যাওয়া। যাতে করে অন্তত বাইরের ভ্যারিয়েন্টগুলোর প্রবেশ ঠেকানো যায়। করোনাভাইরাসের তৃতীয় ঢেউ নিয়ে সতর্ক করেছেন ম্যাট হ্যানকক। তিনি বলেন, তৃতীয় ঢেউ হবে আরও ভয়াবহ।

সর্বশেষ খবর