মঙ্গলবার, ২৯ জুন, ২০২১ ০০:০০ টা

ওজন কমিয়েছেন কিম, কাঁদছে উত্তর কোরিয়ার মানুষ

ওজন কমিয়েছেন কিম, কাঁদছে উত্তর কোরিয়ার মানুষ

কয়েক দিন ধরে মনটা ভালো নেই উত্তর কোরিয়ার মানুষের। ভারাক্রান্ত হয়ে এসেছে হৃদয়। কোনোরকমে কান্না চেপে রাখছেন তারা। কিন্তু কারণটা কী? সংবাদসংস্থা রয়টার্সের খবর অনুযায়ী, প্রেসিডেন্ট কিম জং উনের ওজন খানিকটা কমে যাওয়ার জল্পনার জেরেই নাকি মন খারাপ হয়ে গেছে উত্তর কোরিয়ার মানুষজনের। এক ব্যক্তি তো রয়টার্সকে বলে ফেলেছেন, ‘আমাদের সম্মানীয় জেনারেল সেক্রেটারিকে ‘রোগা’ দেখে আমাদের হৃদয় ভেঙে গেছে। প্রত্যেকেই বলছেন যে তারা নিজেদের কান্না কোনোক্রমে চেপে রেখেছেন।’ রয়টার্সের খবর অনুযায়ী, দীর্ঘ কয়েক মাস জনসমক্ষে না আসার পর উত্তর কোরিয়ার সরকারি সংবাদমাধ্যমে দেখা যায় কিমকে। সেই ফুটেজে দেখা যায়, উত্তর কোরিয়ার শাসক দলের কেন্দ্রীয় কমিটির পেনারি সেশন দেখছেন তিনি। তা দেখেই মন ভেঙে গেছে উত্তর কোরিয়াবাসীর। উত্তর কোরিয়ার বিশেষজ্ঞরা জানিয়েছেন, খুঁটিয়ে দেখলে বোঝা যাবে যে কিম কিছুটা ওজন কমিয়েছেন। মুখ কিছুটা রোগা লাগছিল। এমনিতে ৫ ফুট ৮ ইঞ্চির কিমের ওজন ১৪০ কিলোগ্রাম। একাংশের দাবি, ১০-২০ কেজি ওজন ঝরে গেছে কিমের।

সর্বশেষ খবর