শুক্রবার, ২ জুলাই, ২০২১ ০০:০০ টা

ভারতের কভিশিল্ডকে ভ্রমণ ছাড়পত্র দিল ইইউ

নয়াদিল্লি প্রতিনিধি

ইউরোপীয় ইউনিয়ন অবশেষে ভারতীয় সেরাম সংস্থার কভিশিল্ড টিকা গ্রহণকারীদের ভ্রমণে ছাড়পত্র দিয়েছে। জয়শংকর সম্প্রতি ইতালিতে জি-২০ পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রবিষয়ক প্রতিনিধি যোশেফ বোরেল ফনচেনসের সঙ্গে বৈঠক করে এই ছাড় দেওয়ার আগ্রহ জানান। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে ইউরোপের অস্ট্রিয়া, জার্মানি, স্লোভেনিয়া, গ্রিস, আইসল্যান্ড, আয়ারল্যান্ড, স্পেন, এস্তোনিয়া এবং সুইজারল্যান্ড প্রথম পর্যায়ে অনুমতি দিয়েছে। এরপর বাকি দেশগুলো দেবে। ইউরোপ মেডিকেল এজেন্সির সুপারিশে ইউরোপের দেশগুলো ‘ভ্যাকসিন গ্রিন পাসপোর্ট’ দেওয়ার সিদ্ধান্ত চালু করেছে ১ জুলাই থেকে। প্রথমে তারা চারটি ভ্যাকসিনকে ছাড়পত্র দেয়। এগুলো হলো- ফাইজার, জনসন অ্যান্ড জনসন, মডার্না এবং অ্যাস্ট্রাজেনেকার ভ্যকসেজেরিকা। এতে কভিশিল্ড না থাকায় বহু ছাত্রছাত্রীর ইউরোপ সফরে আশঙ্কা দেখা দিয়েছিল। এখন পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের পর এই সমস্যার সুরাহা হয়েছে বলে ভারত সরকার দাবি করেছে।

তবে  কোভ্যাকসিনের ছাড়পত্র এখনো মেলেনি।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে ভারত সরকার টিকা ছাড়পত্র নিয়ে কঠোর মনোভাব নেয়। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, যদি ভারতের টিকাকে ছাড় না দেওয়া হয়, তাহলে অন্য টিকা নেওয়া ব্যক্তিদের ভারতে প্রবেশ করতে দেওয়া হবে না এবং কোয়ারেন্টাইনে থাকা বাধ্যতামূলক করা হবে। এরপর ইউরোপীয় ইউনিয়ন অবশ্য জানিয়ে দেয়, প্রত্যেক দেশ তাদের নিজ নিজ সিদ্ধান্ত নিতে পারে।

সর্বশেষ খবর