রবিবার, ১৮ জুলাই, ২০২১ ০০:০০ টা
করোনা টিকা

উৎপাদন বাড়াতে রাজি এপেক নেতারা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিন পিংসহ এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক জোটের (এপেক) শীর্ষ নেতারা মহামারী  মোকাবিলায় জোরদার লড়াই এবং কভিড-১৯ এর ভ্যাকসিন উৎপাদন ও সরবরাহ বাড়াতে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন। শুক্রবার এক ভার্চুয়াল বৈঠকে তারা এ প্রতিশ্রুতি দেন।

করোনাভাইরাসের অতি সংক্রামক ডেল্টা ধরনের বিস্তার রোধ করতে হিমশিম খাওয়া এ বিশ্বনেতারা বলেছেন, তারা ‘পারস্পরিক সমঝোতার ভিত্তিতে’ ভ্যাকসিন উৎপাদন প্রযুক্তি অন্য দেশে স্থানান্তরে উৎসাহ দেবেন। তারা বলেন, মহামারী আমাদের অঞ্চলের মানুষ ও অর্থনীতির ওপর ক্রমাগত ভয়াবহ প্রভাব ফেলে যাচ্ছে। যত বেশি সম্ভব মানুষকে নিরাপদ, কার্যকর, মানসম্পন্ন ও সাশ্রয়ী টিকা দেওয়ার মাধ্যমেই আমরা কেবল এই সংকট  থেকে মুক্তি পেতে পারি। রয়টার্স।

সর্বশেষ খবর