বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

‘পৃথিবীর শিক্ষা নেওয়া উচিত’

যুক্তরাষ্ট্রের তল্পিতল্পা গুটিয়ে ফেরার পর বার্তা তালেবানের

‘পৃথিবীর শিক্ষা নেওয়া উচিত’

দীর্ঘ ২০ বছরের যুদ্ধ শেষ। আফগানিস্তান থেকে তল্পিতল্পা গুটিয়ে দেশে ফিরেছে মার্কিন সেনা। আপাত দৃষ্টিতে মনে করা হচ্ছে এ যুদ্ধে জেতেনি যুক্তরাষ্ট্র। তালেবান নেতারা মনে করছেন জয় তাঁদেরই হয়েছে। যুক্তরাষ্ট্রের শেষ বিমান চলে যাওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করতে বিমানবন্দরের রানওয়েতে নামেন তালেবান নেতারা। তাঁরা বলছেন, এই জয় সব আফগানের। হামিদ কারজাই এয়ারপোর্টে হাঁটতে হাঁটতে লাইভ স্ট্রিমে তালেবানের মুখপত্র জাবিউল্লা মুজাহিদ বললেন, ‘পৃথিবীর উচিত এ থেকে শিক্ষা নেওয়া এবং বিজয়ের পর এটাই আনন্দ উপভোগের মুহূর্ত।’ তালেবান নেতারা এদিন ফাঁকা এয়ারপোর্টের ছবি ও ভিডিও  সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। এমনকি উচ্ছ্বাস প্রকাশ করতে শূন্যে গুলি চালাতে থাকেন তারা। এদিকে মার্কিন সেক্রেটারি অব স্টেট অ্যান্টনি ব্লিনকেন বলেন, তালেবানকে যোগ্যতা প্রমাণ করতে হলে ভ্রমণের স্বাধীনতা, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই, নারী এবং সংখ্যালঘুসহ আফগানদের মৌলিক অধিকারকে সম্মান করতে হবে।

সর্বশেষ খবর