বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা
১৮ মাস পর সশরীরে ক্লাসে

শিক্ষার্থীরা অনাবিল আনন্দে

লাবলু আনসার, যুক্তরাষ্ট্র

এর মধ্যে পেরিয়ে গেছে ১৮ মাস। নিউইয়র্ক সিটির স্কুলগুলোয় কোনো কলরব ছিল না। করোনা মহামারী সব কিছুর সঙ্গে আড়ষ্ট ধারণ করেছে শিক্ষা প্রতিষ্ঠান। ১৮ মাস ছোট বা বড় কোনো শিক্ষার্থীই তাদের প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারেনি। অবশেষে কিছুটা শান্ত করোনা। তাইতো খুললো প্রিয় ক্যাম্পাস। অভিভাবকরা ভয়ংকর এক দুশ্চিন্তায় থাকলেও শিশু-কিশোর-তরুণ-তরুণীরা স্কুল প্রাঙ্গণে ঢুকেই আনন্দে আত্মহারা হয়ে উঠে। গতকাল নিউইয়র্ক সিটি ১০ লাখের অধিক শিক্ষার্থীর জন্যে এ দিনটি ছিল যেন মহামুক্তির দিন। এমনকি, চার বছর বয়েসী শিশুরাও উৎফুল্ল।   অথচ তারাও এই প্রথম প্রি-কে   ক্লাসে যোগদান করলো। আগের কোনো অভিজ্ঞতা না থাকলেও নিজ বাসায় অবরুদ্ধ থাকার ঘটনায় কোমলমতি শিশুরাও বীতশ্রদ্ধ হয়ে উঠেছিল। নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটস সংলগ্ন এলমহার্স্ট হাসপাতালের সন্নিকটে ‘স্টার-প্রি কে’ স্কুল শেষে আলিশা খান (৪) তার মা-বাবার কাছে উচ্ছ্বাস প্রকাশ করেছে, ‘মাত্র দুঘণ্টা ছিলাম ক্লাসরুমে। এরই মধ্যে ৮/৯ জন বান্ধবী জুটেছে। খুব মজা হবে কাল স্কুলে গেলে।’ ক্লাস শুরু উপলক্ষে সিটি মেয়র বলেন, সত্যি আমিও অভিভূত। সবকিছু  স্বাভাবিক হতে শুরু করেছে।

সর্বশেষ খবর