শনিবার, ২ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

রাজকুমারীর বিয়ে হচ্ছে তবে রূপকথার মতো নয়

রাজকুমারীর বিয়ে হচ্ছে তবে রূপকথার মতো নয়

জাপানের রাজকন্যা মাকো ও তার বন্ধু কিই কোমুরো

ভালোবাসার জীবনীশক্তিই অন্য রকম। এই ভালোবাসা রাজা-বাদশাহ-গরিব-ফকির কাউকেই মানে না। ভালোবাসার কারণে রাজপ্রাসাদ ত্যাগের বহু উদাহরণের সঙ্গে নতুন করে যুক্ত হলেন জাপানের রাজকন্যাও। রাজপ্রাসাদে বড় হয়েছেন, কিন্তু প্রেমে পড়েছেন সাধারণ ঘরের এক ছেলের। বাগদানের চার বছর পর অবশেষে বিয়েও করছেন; এজন্য ছাড়তে হচ্ছে রাজকীয় মর্যাদা, পদবি। রীতি অনুযায়ী পরিবার থেকে যে অর্থ দেওয়ার কথা, তা নিতেও নাকি তিনি রাজি নন। জাপানের রাজপরিবারের বিভিন্ন বিষয় দেখভালের দায়িত্বে থাকা সংস্থা রাজকুমারী মাকোর বিয়ের তারিখ ঘোষণা করেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে নিউইয়র্ক টাইমস। ঘোষণা অনুযায়ী, সম্রাট নারুহিতোর ২৯ বছর বয়সী ভাতিজি মাকো আগামী ২৬ অক্টোবর তার বাগদত্তা কিই কোমুরোকে বিয়ে করতে যাচ্ছেন। বিয়ের পর স্বামী কিই কোমুরোর সঙ্গে যুক্তরাষ্ট্রে চলে যাবেন প্রিন্সেস মাকো; সেখানেই আইনজীবী হিসেবে কাজ করেন কোমুরো।  ২০১২ সালে জাপানের ইন্টারন্যাশনাল ক্রিশ্চিয়ান ইউনিভার্সিটিতে পরিচয় হয় কোমুরো ও মাকোর। এর পরই প্রেম। ২০১৭ সালে তাদের বাগদান সম্পন্ন হয়। প্রিন্সেস মাকো বাগদানের ঘোষণা দেওয়ার এক বছর পর ২০১৮ সালেই তাদের বিয়ে করার পরিকল্পনা ছিল। কিন্তু সেই বিয়ে পিছিয়ে যায়। বিয়ের পরিকল্পনা দুই বছর পিছিয়ে যাওয়ার পর অবশেষে তা মেনে নেন জাপানের ক্রাউন প্রিন্স ফুমিহিতো। জাপানের আইন অনুযায়ী, রাজপরিবারের কোনো মেয়ে যদি সাধারণ ঘরের কাউকে বিয়ে করেন তাহলে তাকে পদবি ছাড়তে হয়। তবে রাজপরিবারের পুরুষ সদস্যদের জন্য এ ধরনের কোনো বিধান নেই। জাপানি এ রাজকুমারী রাজপরিবারের বিয়েতে সাধারণত যে যে আচার-অনুষ্ঠান হয়, সেগুলোও বর্জন করতে যাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে।

সর্বশেষ খবর