বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

যুক্তরাষ্ট্রে হামলা চালাবে আইএস?

আফগানিস্তান নিয়ে আমেরিকার মাথাব্যথা কমার লক্ষণ নেই। সে দেশের কংগ্রেসকে সতর্ক করে পেন্টাগনের হুঁশিয়ারি, আগামী ছয় মাসের মধ্যে আমেরিকায় বড়সড় হামলা করতে সক্ষম হয়ে উঠেছে আফগানিস্তানের আইএস। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর জোড়া বিমান হানায় কেঁপে উঠেছিল আমেরিকা। ধুলায় মিশে গিয়েছিল ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। হামলার মূল হোতা ওসামা বিন লাদেনকে আশ্রয় দিয়েছেন আফগানিস্তানের তালিবান নেতৃত্ব, এই অভিযোগে আফগানিস্তানে হামলা চালায় আমেরিকা। তার পর কেটে গেছে দুই দশকের বেশি সময়। লাখ লাখ কোটি ডলার খরচ করে, বহু প্রাণের বিনিময়ে আফগানিস্তানে আমেরিকার জঙ্গি দমন অভিযান চলেছে। শেষ পর্যন্ত ২০২১ সালের আগস্ট মাসে পাকাপাকিভাবে আফগানিস্তানের মাটি ছাড়ে আমেরিকা। কিন্তু যে উদ্দেশে আফগানিস্তানে এত বিপুল সময় ও অর্থ খরচ করল জো বাইডেনের দেশ, তা পূরণ হয়েছে কি? এই প্রশ্নের উত্তর খোঁজার আগেই, আফগান আইএস হামলা করতে পারে এমন খবরে তোলপাড় ওয়াশিংটন। পেন্টাগন সূত্রে খবর, তালেবান শাসিত আফগানিস্তানে ইদানীং এলাকা গোছাচ্ছে আইএস। একই সঙ্গে নতুন করে দলবদ্ধ হওয়া শুরু করেছে আলকায়েদা।

সর্বশেষ খবর