শিরোনাম
সোমবার, ১৫ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

দিল্লিতে এবার ‘পল্যুশন লকডাউন’

ভারতের রাজধানী নয়াদিল্লিতে বায়ুদূষণ ভয়াবহ। এটা নতুন কোনো খবর নয়। বিশ্বে সবচেয়ে বেশি দূষণের নগরীর মধ্যে অন্যতম নয়াদিল্লি। পরিস্থিতি সেখানে অসহনীয় হয়ে উঠেছে। তাই দূষণ বিরোধী লকডাউন বা পল্যুশন লকডাউন দেওয়ার কথা বিবেচনা করা হচ্ছে। শহরের ওপরে বিষাক্ত গ্যাসের এক ভয়ংকর আস্তরণ। এতে নাগরিকদের শ্বাসপ্রশ্বাস নেওয়া অসম্ভব হয়ে পড়েছে। এ জন্য এক সপ্তাহের জন্য সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে রাজধানীতে। শনিবার সাংবাদিকদের কাছে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, শিশু, ছেলেমেয়েরা দূষিত বাতাসে শ্বাস নিতে পারে না। তাই স্কুলগুলো বন্ধ থাকবে। পাশাপাশি চার দিনের জন্য স্থগিত থাকবে সব নির্মাণ প্রতিষ্ঠানের কর্মকান্ড। তিনি বলেন, এখন দূষণজনিত লকডাউন দেওয়া হবে।

সর্বশেষ খবর