মঙ্গলবার, ৪ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা
ক্যাপিটলে হামলার বছরপূর্তি

গণতন্ত্র নিয়ে এখনো উদ্বিগ্ন মার্কিনিরা

গণতন্ত্র নিয়ে এখনো উদ্বিগ্ন মার্কিনিরা

ডোনাল্ড ট্রাম্পের পরাজয়ের পর যুক্তরাষ্ট্রে তান্ডব চালায় তার সমর্থকরা। তারা এতটাই খ্যাপাটে হয়ে ওঠে যে দেশটির পার্লামেন্ট হিসেবে খ্যাত ক্যাপিটল হিলে সহিংস হামলা চালায় ৬ জানুয়ারি। সেই হামলার এক বছর পূর্তি হতে চলেছে। এমন প্রেক্ষাপটে প্রকাশিত দুটি জনমত জরিপে বলা হয়েছে, গণতন্ত্রের ব্যাপারে মার্কিন নাগরিকদের মধ্যে গভীর উদ্বেগ রয়ে গেছে। সিবিএস নিউজ ও ওয়াশিংটন পোস্ট/ইউনিভার্সিটি অব মেরিল্যান্ড পৃথকভাবে জরিপ দুটি চালিয়েছে। রবিবার জরিপ দুটির ফল প্রকাশ করা হয়।

গত নির্বাচনে জালিয়াতির ভুয়া অভিযোগ তুলে ট্রাম্প তার পরাজয় মানতে অস্বীকৃতি জানান। একই সঙ্গে তিনি বাইডেনের জয়ের সত্যায়ন ঠেকাতে নানা তৎপরতা চালান। বাইডেনের জয়ের সত্যায়নে ২০২১ সালের ৬ জানুয়ারি কংগ্রেসের যৌথ অধিবেশন বসে। এই প্রক্রিয়া ঠেকাতে ট্রাম্পের উসকানিতে তার উগ্র সমর্থকরা কংগ্রেস ভবনে  সহিংস হামলা চালায়। সিবিএসের জরিপে দেখা গেছে, দুই-তৃতীয়াংশ অংশগ্রহণকারী মনে করে, যুক্তরাষ্ট্রের গণতন্ত্র হুমকির সম্মুখীন। যুক্তরাষ্ট্রে ক্রমবর্ধমান রাজনৈতিক সহিংসতার পেছনে ক্যাপিটল হিলে হামলার ঘটনা অগ্রণী ভূমিকা পালন করেছে।

সর্বশেষ খবর