সোমবার, ১৭ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

টোঙ্গায় অগ্ন্যুৎপাতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

প্রশান্ত মহাসাগরীয় দেশ টোঙ্গায় অগ্ন্যুৎপাতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন। যদিও এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব পাওয়া যায়নি। আল জাজিরা বলছে, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশ ও মানবিক সংস্থাগুলো যখন টোঙ্গার সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা চালিয়ে যাচ্ছে তখন দেশটিতে আগ্নেয়গিরির ভয়াবহ অগ্ন্যুৎপাতের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা প্রকাশ করেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী। শনিবার পানির নিচে থাকা আগ্নেয়গিরির ভয়াবহ অগ্ন্যুৎপাতের কারণে টোঙ্গায় আঘাত হানে সুনামি। এরপর থেকে দেশটিতে টেলিফোন ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ফলে সেখানকার দেড় লাখ বাসিন্দার সঙ্গে কেউ যোগাযোগ স্থাপন করতে পারছে না।

সর্বশেষ খবর