বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২ ০০:০০ টা

এবার জ্ঞানবাপীতে মুসলিমদের প্রবেশ বন্ধে মামলা

জ্ঞানবাপী নিয়ে আরেকটি মামলা হলো বারাণসীর আদালতে। হিন্দুত্ববাদীদের করা মামলায় বলা হয়েছে, মসজিদ চত্বরে মুসলিমদের প্রবেশ বন্ধ হোক। আবেদনে বলা হয়েছে, পুরো জমিটাই কাশী বিশ্বনাথ মন্দিরের। সেখানে তাই মসজিদ থাকতে পারে না। পুরো জমি মন্দির কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হোক।

জ্ঞানবাপী নিয়ে মুসলিম পক্ষের আইনজীবী অভয় যাদব ডিডাব্লিউকে জানিয়েছেন, ‘জ্ঞানবাপী মসজিদের জমি ওয়াকফ বোর্ডের সম্পত্তি।’ গত ১৭ মে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে, জ্ঞানবাপী মসজিদে নামাজ পড়া যাবে। তার পরেই এই মামলা হল। এর মাঝে দিল্লীর কুতুব মিনার নিয়েও এ ধরনের মামলা হয়েছে।

গুগল ম্যাপে জ্ঞানবাপীকে মসজিদ না বলে মন্দির বলে উল্লেখ করে। যতক্ষণ পর্যন্ত গুগল মসজিদ বদলে মন্দির না লিখছে, ততদিন পর্যন্ত এই কাজ করে যেতে হবে বলে তারা নির্দেশ দিয়েছে। 

সর্বশেষ খবর