রবিবার, ২৬ জুন, ২০২২ ০০:০০ টা

মার্কিন কংগ্রেসে তিন দশকের মধ্যে প্রথম বন্দুক নিয়ন্ত্রণ বিল পাস

যুক্তরাষ্ট্রের কংগ্রেসে বন্দুক নিয়ন্ত্রণ বিল পাস হয়েছে।  যেটিকে প্রায় ৩০ বছরে মধ্যে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে  দেশটিতে হতে যাওয়া প্রথম গুরুত্বপূর্ণ কোনো আইন বলা হচ্ছে। কংগ্রেসে পাস হওয়া বিলে তরুণ ক্রেতাদের কাছে অস্ত্র বিক্রির আগে তাদের অতীত ইতিহাস ভালোভাবে খতিয়ে  দেখায় জোর এবং হুমকি হিসেবে বিবেচিত হওয়া ব্যক্তিদের কাছ থেকে অস্ত্র সরিয়ে নিতে রাজ্যগুলোকে উৎসাহিত করার কথা আছে। ডেমোক্র্যাট-রিপাবলিকান দুই দলের সদস্যদের সমর্থন নিয়েই বিলটি মার্কিন কংগ্রেসের উভয়কক্ষে পাস হয়েছে। শুক্রবার কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে  ডেমোক্র্যাট আইনপ্রণেতাদের সঙ্গে ১৪ রিপাবলিকান হাত মেলানোয় বিলটি শেষপর্যন্ত ২৩৪-১৯৩ ভোটে গৃহীত হয় বলে জানিয়েছে বিবিসি। উভয় কক্ষে অনুমোদিত হওয়ায় বিলে এখন প্রেসিডন্ট জো বাইডেন স্বাক্ষর করলেই সেটি আইনে পরিণত হবে। এর আগে বৃহস্পতিবার বন্দুক নিয়ন্ত্রণ বিলটি কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে পাস হয়। সেখানেও ১৫ রিপাবলিকান সিনেটর তাদেও ডেমোক্র্যাট সহকর্মীদের সঙ্গে মিলে বিলটিতে সমর্থন দিয়েছিলেন। শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গভীর রাতে বিলটি ৬৫-৩৩ ভোটে পাস হয়েছিল।

সর্বশেষ খবর