শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

রাশিয়ার শতাধিক সেনা হত্যার দাবি ইউক্রেনের

ইউক্রেনের সেনাবাহিনী দাবি করেছে, রুশ দখলকৃত দক্ষিণাঞ্চলে পাল্টা হামলায় রাশিয়ার ১০২ সেনা নিহত হয়েছেন। এ সময় ছয়টি ট্যাংকও ধ্বংস করা হয়েছে। তবে এই দাবি করা হয়েছে ফেসবুকে। বৃহস্পতিবার ওই পোস্টে ইউক্রেনীয় সেনাবাহিনীর অপারেশনাল কমান্ড সাউথ (ওসিএস) দাবি করেছে, তাদের হামলায় রুশ বাহিনীর সরবরাহ ও মজুদ ধ্বংস হয়েছে, কন্ট্রোল ও পরিবহন রুটে অগ্নি নিয়ন্ত্রণে হামলা অব্যাহত রয়েছে।

তারা আরও জানিয়েছে, ইউক্রেনের বিমানবাহিনী রাশিয়ার কমান্ড ও সাপোর্ট পয়েন্টে বিমান হামলা চালিয়েছে। এতে রুশ বাহিনীর জ্বালানি, সরঞ্জাম ও পরিবহন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া একটি এমএলআরএস শ্রেণির ক্ষেপণাস্ত্র লঞ্চার, একটি এমএসটিএ-বি হাউইটজার ও একটি ভ্রাম্যমাণ ১২০ এমএম মর্টার ধ্বংস করা হয়েছে। খেরসন ও আশপাশের এলাকায় ইউক্রেনীয় সেনারা রুশ বাহিনীর পাঁচটি গোলাবারুদের গুদাম ধ্বংস করেছে বলে দাবি করেছে ওসিএস। পশ্চিমা মিত্রদের সরবরাহকৃত হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেমস (হিমার্স) পাওয়ার পর ইউক্রেনের সেনাবাহিনী খেরসন মুক্ত করতে অভিযান জোরদার করেছে। ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ আক্রমণের শুরুর দিকেই অঞ্চলটির দখল নেয় রাশিয়া।

 

সর্বশেষ খবর