শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

সু চির আরও তিন বছরের কারাদণ্ড

সু চির আরও তিন বছরের কারাদণ্ড

মিয়ানমারের জান্তা সরকারের আদালত গতকাল দেশটির ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চি এবং তার সাবেক অর্থনৈতিক উপদেষ্টা অস্ট্রেলিয়ান নাগরিক শন টার্নেলকে তিন বছর করে কারাদণ্ড দিয়েছেন। রাজধানী নেপিদোর ওই আদালতে উভয়ের বিরুদ্ধেই রাষ্ট্রীয় গোপনীয়তা আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়। এ ধরনের অপরাধের জন্য সর্বোচ্চ ১৪ বছরের কারাদণ্ড দেওয়ার বিধান রয়েছে মিয়ানমারে। তবে তাদের বিরুদ্ধে আনা এ অভিযোগ উভয়েই স্বীকার করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট সূত্র রয়টার্সকে জানিয়েছে, উভয়কেই তিন বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে, তবে কারাগারে তাদের কোনো কঠোর পরিশ্রম করতে হবে না। গত বছরের ফেব্রুয়ারিতে দেশটির সেনাবাহিনী এক অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত সরকারকে উৎখাতের পর রাজনীতিবিদ, আইন প্রণেতা, আমলা, ছাত্র এবং সাংবাদিকসহ কয়েক হাজার মানুষকে গ্রেফতার করে। তাদের মধ্যে মিয়ানমারের নেত্রী সু চি এবং অর্থনৈতিক উপদেষ্টা টার্নেলসহ তার অর্থনৈতিক দলের বেশ কয়েকজন সদস্যকেও গ্রেফতার করা হয়।

 

সর্বশেষ খবর