শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

জাপানের দিকে ফের দুই মিসাইল উত্তর কোরিয়ার

উত্তর কোরিয়া গতকাল আরও দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। দুই সপ্তাহের কম সময়ের মধ্যে দেশটি ষষ্ঠবারের মতো নিষিদ্ধ এই ক্ষেপণাস্ত্র ছুড়ল। এ নিয়ে কোরীয় উপদ্বীপে উত্তেজনা বাড়ছে। সিউল এবং টোকিও জানিয়েছে, উত্তর কোরিয়া যে দুইটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে, দুইটিই স্বল্প দূরত্বের। মঙ্গলবারই উত্তর কোরিয়া মাঝারি পাল্লার ব্যালেস্টিক মিসাইল ছোড়ে। সেই মিসাইল জাপান ছাড়িয়ে সমুদ্রে গিয়ে পড়ে। উত্তর কোরিয়ার এই মিসাইল লাঞ্চের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ভারত, যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্স। এর আগে বুধবার ভোরে কোরীয় উপদ্বীপের কাছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া চারটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এর মাধ্যমে জাপানে ছোড়া ক্ষেপণাস্ত্রের জবাব দেওয়ার চেষ্টা করা হয়। তবে ২৪ ঘণ্টার মধ্যে আবারও নিজেদের শক্তি দেখানোর চেষ্টা করল উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ বলেছেন, ‘আমাদের সামরিক ও গোয়েন্দা সংস্থা উত্তর কোরিয়ার প্রতি সব উপায়ে নজর রাখছে।’

জাপানের প্রধানমন্ত্রী জানিয়েছেন, উত্তর কোরিয়ার এই আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আর উত্তর কোরিয়া বলেছে, দক্ষিণ কোরিয়া এবং আমেরিকা যে সামরিক মহড়া করছে, তা মানা যায় না।

জানা গেছে, পিয়ংইয়ংয়ের কাছ থেকে ২২ মিনিটের ব্যবধানে দুটি ক্ষেপণাস্ত্র ছোড়ে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার সেনাপ্রধান জানিয়েছেন, প্রথম ক্ষেপণাস্ত্রটি ৩৫০ কিলোমিটার এবং দ্বিতীয়টি ৯০০ কিলোমিটার দূরে গিয়ে সমুদ্রে পড়ে।

জাপানের প্রতিরক্ষামন্ত্রী হামাদা জানিয়েছেন, দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি ৬০ কিলোমিটার উপর দিয়ে গেছে।  এই বিবরণ থেকে মনে করা হচ্ছে, রাশিয়ার ক্ষেপণাস্ত্রের অনুকরণে তৈরি মিসাইল ছুড়েছে উত্তর কোরিয়া। মিসাইল ডিফেন্সকে বোকা বানাতে খুব নিচ দিয়ে যায় এই ধরনের ক্ষেপণাস্ত্র।

আমেরিকার অভিযোগ : উত্তর কোরিয়া এই দুই ক্ষেপণাস্ত্র ছোড়ার পর আমেরিকা অভিযোগ করেছে, উত্তর কোরিয়াকে সাহায্য করছে রাশিয়া ও চীন।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে মার্কিন দূতের অভিযোগ, উত্তর কোরিয়া দুটি দেশের কাছ থেকে সুরক্ষা পাচ্ছে। নিরাপত্তা পরিষদের দুই স্থায়ী সদস্য দেশ উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে সুরক্ষা দিচ্ছে। জাতিসংঘে চীনের প্রতিনিধি গেং শুয়াং বলেছেন, চাপ দেওয়ার জন্য কড়া কথা না বলে আলোচনায় বসা উচিত।

 

সর্বশেষ খবর