শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

‘পিলার্স অব ক্রিয়েশন’ দেখা গেল নতুন করে

‘পিলার্স অব ক্রিয়েশন’ দেখা গেল নতুন করে

তথাকথিত ‘সৃষ্টির স্তম্ভ’ বা ‘পিলার্স অব ক্রিয়েশন’- এটি পৃথিবী থেকে প্রায় ৬ হাজার ৫০০ আলোকবর্ষ দূরে অবস্থিত। এটি সার্পেন নক্ষত্রম লে হাইড্রোজেন গ্যাসের শীতল, ঘন মেঘ এবং ধুলো দিয়ে তৈরি। ব্রাহ্মান্ডের সবচেয়ে সুন্দর দর্শনীয় স্থানগুলোর মধ্যে একটি এবং এখন নতুন সুপার স্পেস টেলিস্কোপ জেমস ওয়েব এটিকে নতুন করে পরিচয় করে দিল। প্রতিটি বড় টেলিস্কোপ এই দৃশ্যটি চিত্রিত করেছে, সবচেয়ে বিখ্যাত ১৯৯৫ এবং ২০১৪ সালে হাবল মানমন্দির। বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও অত্যাধুনিক জেমস ওয়েব টেলিস্কোপ ‘পিলার্স অব ক্রিয়েশনের’ নতুন ছবি তুলেছে। নাসার দেওয়া তথ্য অনুযায়ী এটি গ্যাস, মহাকাশ ধুলো ও তারায় পরিপূর্ণ একটি বিশাল কাঠামো। নাসা একটি বিবৃতিতে বলেছে, জেমস ওয়েব টেলিস্কোপটি বিশালাকৃতির সোনালি, রুপালী এবং ধূসর রঙের তিনটি স্তম্ভের প্রথম ছবি তুলেছে। যেটি ঈগল নীহারিকার পাশে অবস্থিত। কিন্তু এক বছরেরও কম সময় আগে মহকাশে পাঠানো জেমস ওয়েব টেলিস্কোপ পিলারগুলোর অস্বচ্ছতার ভিতরের ছবি তুলতে সক্ষম হয়েছে। এতে নতুন তারার জন্ম হওয়ার বিষয়টি প্রকাশ হয়েছে। নাসা জানিয়েছে, জেমস ওয়েবের তোলা ছবিতে পিলারগুলোর শেষে লাল রঙের লাভা সদৃশ্য চিহ্ন দেখা গেছে। এই লাভাগুলো গঠনরত তারা থেকে বের হচ্ছে, যেগুলো মাত্র কয়েক হাজার বছর পুরনো। নাসা আরও বলেছে, এসব গঠনরত তারা সুপারসনিক জেট ছোঁড়ে, যা এরকম চিকন পিলারগুলোর সঙ্গে সংঘর্ষ হয়। বিবিসি, নাসা

সর্বশেষ খবর