বুধবার, ১৬ নভেম্বর, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

কর্মী ছাঁটাইয়ের পথে অ্যামাজনও

সম্প্রতি দায়িত্ব নিয়েই টুইটার থেকে গণহারে কর্মী ছাঁটাইয়ের কথা বলেছিলেন ইলন মাস্ক। এরপর ফেসবুক। এবার কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে অ্যামাজন। আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রের খবর, চলতি সপ্তাহের শুরুতেই একবারে ১০ হাজার কর্মীকে ছাঁটাই করতে চলেছে এই সংস্থা। কারণ হিসেবে বলা হচ্ছে, গত কয়েক মাসে বেশ মন্দা দেখা দিয়েছে অ্যামাজনের ব্যবসায়। সে কারণেই লোকসান সামাল দিতেই এ সিদ্ধান্ত। আন্তর্জাতিক সংবাদ সংস্থার তরফে জানানো হয়েছে, বিজনেস রিটেল ও হিউম্যান রিসোর্সের পাশাপাশি যন্ত্র তৈরি বিভাগ থেকে কর্মীদের ছাঁটাই করার ভাবনা রয়েছে ওই ই-কমার্স সংস্থার। অ্যামাজনের এ পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তির বরাতে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস বলছে, চলতি সপ্তাহে ছাঁটাই শুরু হতে পারে। আর তা হলে এটি হবে কোম্পানিটির ইতিহাসে সবচেয়ে বড় ছাঁটাইয়ের ঘটনা।

সংশ্লিষ্ট এক ব্যক্তি নিউইয়র্ক টাইমসকে বলেন, অ্যামাজনের  ছাঁটাইয়ের সংখ্যা ঠিক কত হতে পারে, তা সুনির্দিষ্ট করে জানা যায়নি। একবারে ছাঁটাই না করে ধাপে ধাপে করা হতে পারে। তবে প্রায় ১০ হাজার কর্মীকে ছাঁটাই করার মানে হলো অ্যামাজনের করপোরেট কর্মীদের প্রায় ৩ শতাংশকে ছাঁটাই করা। এ ছাড়া এ সংখ্যা প্রতিষ্ঠানটির মোট বৈশ্বিক জনবলের ১ শতাংশের কম কর্মীকে প্রতিনিধিত্ব করে।

সর্বশেষ খবর