বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

নিষেধাজ্ঞা থামাতে পারছে না রাশিয়ার অস্ত্র তৈরি

নিষেধাজ্ঞা থামাতে পারছে না রাশিয়ার অস্ত্র তৈরি

কেএইচ-১০১

আগ্রাসন শুরুর মাঝে মাঝেই ইউক্রেনে হামলা চালাচ্ছে রাশিয়া। একের পর এক দূরপাল্লার মিসাইলের আঘাতে কেঁপে ওঠে ইউক্রেনের বিভিন্ন শহর। দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে ধ্বংসযজ্ঞ চালিয়েছে কেএইচ-১০১ ক্যালিবারের মতো অত্যাধুনিক মিসাইল। লক্ষ্যবস্তুতে নির্ভুল আঘাত হেনে বিশ্ববাসীকে নিজের শক্তিমত্তা দেখাচ্ছে পুতিন বাহিনী। এখন আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে এই কেএইচ-১০১ মিসাইল। কারণ এ ক্ষেপণাস্ত্রটি সেপ্টেম্বরে প্রস্তুত করা হয়। কিয়েভে আক্রমণে ব্যবহৃত একটি কেএইচ-১০১ মিসাইলের ধ্বংসাবশেষ পরীক্ষার সময় এতে থাকা কিছু চিহ্ন লক্ষ করে (উৎপাদন ব্যাচ/সিরিয়াল নম্বর) অস্ত্র বিশেষজ্ঞরা প্রমাণ পান। সেই সূত্রে তাদের অনুমান, হয় রাশিয়া পশ্চিমা নিষেধাজ্ঞা ফাঁকি দিয়ে মিসাইল প্রস্তুতে দরকারি সেমিকন্ডাক্টর ও অন্যান্য প্রযুক্তি উপকরণ আমদানির গোপন উপায় বের করেছে; না হলে যুদ্ধে নামার আগে থেকেই গড়ে তুলেছিল এগুলোর বিশাল মজুদ।

রাশিয়া যাতে অস্ত্রসম্ভার বাড়াতে না পাড়ে সেজন্য পশ্চিমা বিশ্ব ও আমেরিকা নানাভাবে নিষেধাজ্ঞা দিয়ে আসছে। বিশেষ করে ইউক্রেনে আগ্রাসনের পর রাশিয়ার কাছে প্রযুক্তিগত পণ্য (সেমিকন্ডাক্টর, সফটওয়্যার ইত্যাদি) রপ্তানিতে কঠোর নিষেধাজ্ঞা দেয় পশ্চিমা বিশ্ব। কিন্তু তাতে সম্ভবত কোনো কাজ হচ্ছে না। কারণ এ সময়েও উন্নত অস্ত্র তৈরি করেই চলেছে। পশ্চিমা গণমাধ্যম মাঝেমধ্যেই দাবি করার চেষ্টা করছে রাশিয়ার গোলাবারুদ ফুরিয়ে আসছে। কিন্তু ঘটছে উল্টোটা।

সর্বশেষ খবর