বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

পাঁচ বিক্ষোভকারীকে মৃত্যুদন্ড দিল ইরান

ইরানে পাঁচ বিক্ষোভকারীকে মৃত্যুদন্ড দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে আধাসামরিক বাসিজ বাহিনীর এক সদস্যকে হত্যার অভিযোগ আনা হয়েছে। দেশটিতে যখন প্রধান শহরগুলোতে আন্দোলন অব্যাহত আছে, তখনই এ মৃত্যুদন্ডের খবর পাওয়া গেল। মঙ্গলবার ওই রায়ের খবর দেন দেশটির বিচার বিভাগের মুখপাত্র মাসুদ সেতায়েশি। তিনি জানান, মৃত্যুদন্ডের পাশাপাশি ১১ জনকে দীর্ঘ কারাদন্ডও দেওয়া হয়েছে। বাসিজ বাহিনীর ওই সদস্যদের নাম রুহুল্লাহ আজামিয়ান। ৩ অক্টোবর কারাজ শহরে তাকে হত্যা করা হয়। ২৭ বছর বয়স্ক আজামিয়ান চলমান আন্দোলনকারীদের হাতেই মারা গেছেন বলে জানা গেছে। মাহসা আমিনি নামের এক ২২ বছরের কুর্দি নারী পুলিশ হেফাজতে মারা যাওয়ার পর থেকেই উত্তাল গোটা ইরান। প্রধান শহরগুলোতে হাজার হাজার মানুষ টানা আন্দোলন করে চলেছে।

সর্বশেষ খবর