যুক্তরাষ্ট্রে বম্ব সাইক্লোনের তাণ্ডব অব্যাহত। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ এ। লাখ লাখ বাড়ি-ঘর এখনো বিদ্যুৎহীন। কোথাও ১০ ফুট পুরু বরফের আস্তরণ জমে গেছে রাস্তাঘাটে। সেখানে অবস্থা এমন যে, বিপর্যয় মোকাবিলা বাহিনীও দুর্যোগ কবলিতদের উদ্ধারে বাধা পাচ্ছে। দেশটিতে টানা পাঁচদিন ধরে বরফের ঝড় চলেছে। যুক্তরাষ্ট্রের মতো পরিস্থিতি এবার জাপানেও। সেখানেও রাস্তাঘাট ডুবছে বরফে। তবে জাপানে তুষারঝড় হয়নি, সেখানে আবহাওয়ার শীতলতার কারণে বিপুল পরিমাণে তুষারপাত ঘটেছে। এই ভয়ংকর তুষারপাতের জেরে জাপানে ১৭ জনের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছে ৯০ জনেরও বেশি। এদিকে যুক্তরাষ্ট্রে তুষারঝড়ের ফলে উ™ভূত এই পরিস্থিতি আগে কখনো হয়েছে বলে মনে করতে পারছেন না অনেকে।