শিরোনাম
শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

ভারতের তৈরি ওষুধ খেয়ে এবার উজবেকিস্তানে ১৮ শিশুর মৃত্যু

এর আগে চলতি বছরের শুরুতে ভারতের মেডেন ফার্মার ওষুধ খেয়ে গাম্বিয়ায় ৭০ শিশুর মৃত্যুর অভিযোগে তদন্ত এখনো চলমান। এবার অভিযোগ তুলল উজবেকিস্তান। দেশটির সরকারের দাবি, ভারতে তৈরি কফ সিরাপ খেয়ে ১৮টি শিশুর মৃত্যু হয়েছে। ভারতীয় ওই কফ সিরাপ কতটা নিরাপদ তা নিয়ে তদন্তের দাবি জানিয়েছে উজবেক সরকার। সে দেশের বাজার থেকে ওই ভারতীয় সব কফ সিরাপ বাজেয়াপ্ত করা হয়েছে। উজবেকিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অভিযোগ, ভারতের নয়ডায় মেরিয়ন বায়োটেক নামে ফার্মাসিউটিক্যাল সংস্থার তৈরি ডক-১ ম্যাক্স নামে সিরাপ খেয়ে সমরখন্দে অন্তত ১৮ শিশু মারা গেছে। মন্ত্রণালয়ের বিবৃতি অনুসারে, ল্যাব টেস্টে সিরাপটিতে ইথিলিন গ্লাইকল নামে মানবদেহের জন্য বিষাক্ত রাসায়নিক পদার্থের উপস্থিতি পাওয়া গেছে। শিশুরা ডাক্তারের কোনো প্রেসক্রিপশন ছাড়াই উচ্চমাত্রায় সিরাপটি সেবন করে বলেও জানা যায়।

সর্বশেষ খবর