শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

ইরানে তিন বছরের মধ্যে হামলা চালাবে ইসরায়েল

ইসরায়েল দুই থেকে তিন বছরের মধ্যেই ইরানের পরমাণু কেন্দ্রগুলোতে হামলা চালাবে। এ ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্টজ। বুধবার বিমানবাহিনীর প্রশিক্ষণ শেষ করা ক্যাডেটদের উদ্দেশে দেওয়া বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো যখন ইরানকে ২০১৫ সালে করা পরমাণু চুক্তিতে ফেরাতে উদ্যোগী, তেহরান তখন বেসামরিক পর্যায়ে ব্যবহারের জন্য তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি আরও জোরদার করছে। এ ইউরেনিয়াম দিয়ে দেশটি পরে পারমাণবিক বোমা বানিয়ে ফেলতে পারে বলে ইসরায়েল ও এর মিত্রদের আশঙ্কা থাকলেও ইরান শুরু থেকেই তাদের ইউরেনিয়াম বোমা বানাতে নয়, শান্তিপূর্ণ কাজে ব্যবহৃত হবে বলে আশ্বাস দিয়ে আসছে। এর আগে মঙ্গলবার ইরানের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইসরায়েলের সেনাপ্রধান আভিভ কোচাভি। ইরানের পরমাণু স্থাপনাগুলোতে হামলার জন্য ইসরায়েল প্রস্তুত রয়েছে।

 আভিভ কোচাভি বলেন, ‘ইরানে অভিযানের প্রস্তুতির মাত্রা নাটকীয়ভাবে উন্নত হয়েছে।’ সেনাবাহিনীকে ইরানের পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে কি না? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘যে মিশন দেওয়া হয়েছে সেটি বাস্তবায়ন করা হবে।’ রয়টার্স লিখেছে, দশককালেরও বেশি সময় ধরে ইসরায়েল পশ্চিমা কূটনীতি সফল না হলে ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে হামলার প্রচ্ছন্ন হুমকি দিয়ে এলেও তাদের বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা সুরক্ষিত ওই কেন্দ্রগুলোর ক্ষতি করার মতো সামরিক সক্ষমতা তেল আবিবের আছে কি না, তা নিয়ে অনেক বিশেষজ্ঞই সন্দিহান।

সর্বশেষ খবর