শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

‘মস্তিষ্ক খাওয়া’ অ্যামিবা, দক্ষিণ কোরিয়ায় মৃত ১

দক্ষিণ কোরিয়ায় প্রথমবার ন্যাগেলেরিয়া ফাউলেরি সংক্রমণের খবর পাওয়া গেছে। এতে একজনের মৃত্যুও হয়েছে। চিকিৎসকদের দাবি, ন্যাগেলেরিয়া ফাউলেরি এক ধরনের এমিবা যা মূলত নাক দিয়ে মানবদেহে প্রবেশ করে। তারপর তা সোজা চলে যায় মস্তিষ্কে। সেখানেই একের পর এক টিস্যু ধ্বংস করা শুরু করে এ অ্যামিবা। যার জেরে একটা সময় রোগী মৃত্যুর কোলে ঢোলে পড়ে বলে জানিয়েছেন তারা।

এর আগে আমেরিকায় একই কারণে শিশু মৃত্যুর ঘটনা ঘটেছিল। এই এমিবা আসলে একটি এক কোষী প্রাণী। শুধু মাইক্রোস্কোপেই দেখা যায় এটাকে। এটিকে সাধারণ মিষ্টি জলের হ্রদ বা উষ্ণ প্রস্রবণে পাওয়া যায়। পৃথিবীর সব দেশেই পাওয়া যায় এ অ্যামিবা। চিকিৎসকদের কথায়, হ্রদ বা নদীতে সাঁতার কাটার সময় সাধারণত মানবদেহে প্রবেশ করে এই অ্যামিবা। নাক দিয়ে মানব শরীরে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই তা সোজা চলে যায় মস্তিষ্কে। সেখানে মস্তিষ্কের টিস্যু ধ্বংস করে দেয় এই অ্যামিবা। যার জেরে মস্তিষ্কে সংক্রমণ ছড়িয়ে পড়ে।

সর্বশেষ খবর