শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

মার্কিন ও চীনের দুই জঙ্গি বিমানের দূরত্ব ছিল ১০ ফুট

মার্কিন ও চীনের দুই জঙ্গি বিমানের দূরত্ব ছিল ১০ ফুট

বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরে চীনা সামরিক বাহিনীর একটি জঙ্গিবিমান যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধবিমানের ১০ ফুটের মধ্যে চলে এসেছিল; আন্তর্জাতিক আকাশসীমায় সংঘাত এড়াতে মার্কিন বিমানটিকেই তখন সরে যাওয়ার কৌশল নিতে হয়েছিল। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এক বিবৃতিতে এমনটাই বলেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। চীনা সামরিক বিমানের ক্রমবর্ধমান বিপজ্জনক আচরণের সাম্প্রতিক প্রবণতা নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বেগ জানানোর পর চীন সাগরের বিরোধপূর্ণ আকাশে দুই পক্ষের বিমানের মুখোমুখি হওয়ার এ খবর এল। ২১ ডিসেম্বরের ওই ঘটনায় যে বিমানটি মার্কিন যুদ্ধবিমান আরসি-১৩৫ এর কাছে চলে এসেছিল, সেটি চীনের নৌবাহিনীর জঙ্গিবিমান জে-১১, বিবৃতিতে বলেছে মার্কিন সামরিক বাহিনী। ‘ইন্দো-প্যাসিফিক অঞ্চলের সব দেশ আন্তর্জাতিক আইন মেনে আন্তর্জাতিক আকাশসীমা ব্যবহার করবে বলে আমাদের বিশ্বাস,’ বিবৃতিতে বলেছে তারা। মার্কিন সামরিক বাহিনীর এক মুখপাত্র জানান, চীনা বিমানটি মার্কিন বিমানের পাখার ১০ ফুট আর নাকের ২০ ফুটের মধ্যে চলে এসেছিল। সংঘাত এড়াতে তখন মার্কিন যুদ্ধবিমানটিকেই সরে যাওয়ার কৌশল নিতে হয়। যুক্তরাষ্ট্র এরই মধ্যে বিষয়টি চীনের সরকারের কাছে উত্থাপন করেছে, বলেছেন আরেক মার্কিন কর্মকর্তা।

সর্বশেষ খবর