তোষাখানা মামলায় পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই) দলের চেয়ারম্যানের পদ থেকে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে সরিয়ে দেওয়া আটকে দিয়েছেন লাহোর হাই কোর্ট। এই মামলায় ইমরান খানকে পদ থেকে সরিয়ে দেওয়ার কথা ছিল দেশটির নির্বাচন কমিশনের। কিন্তু বৃহস্পতিবার বিচারপতি জাওয়াদ হাসান নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বাতিল করে দেন। উল্লেখ্য, সংবিধানের ৬৩(১)(পি) অনুচ্ছেদ অনুযায়ী ইমরান খানকে দলীয় প্রধানের পদ থেকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন। এ সিদ্ধান্তের প্রতিবাদে গত বুধবার আদালতে পিটিশন দায়ের করেন ইমরান খান। তার আবেদন গ্রহণ করে বৃহস্পতিবার গতকাল শুনানি করেন আদালত। ডন জানায়, ইমরান খানকে সরিয়ে দেওয়ার উদ্যোগ নির্বাচন কমিশন শুরু করে গত ৫ ডিসেম্বর। ১৩ ডিসেম্বর তারা ইসলামাবাদ হাই কোর্টকে জানায়, পিটিআইয়ের চেয়ারম্যান থেকে ইমরান খানকে সরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে তারা। ফলে ৪ জানুয়ারি ইমরান খান নির্বাচন কমিশনের এই প্রক্রিয়ার বিরুদ্ধে লাহোর হাই কোর্টের দ্বারস্থ হন। এতে তিনি দাবি করেন, কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে তা বেআইনি এবং সংবিধান পরিপন্থী। বৃহস্পতিবার আদালতে ইমরানের আইনজীবী ব্যারিস্টার আলি জাফর বলেন, দলীয় চেয়ারম্যানের পদ থেকে কাউকে সরিয়ে দেওয়ার কর্তৃত্ব নির্বাচন কমিশনের নেই।
শিরোনাম
- ৫ বছরের চুক্তিতে নতুন ঠিকানায় বায়েনা
- ছিটকে গেলেন মহারাজ, প্রোটিয়াদের নেতৃত্বে মুল্ডার
- কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
- মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা
- নতুন গানে কন্ঠ দিলেন সাবিনা ইয়াসমিন
- ওয়াটারলু উৎসবে বাংলাদেশের ‘আনটাং’
- অবশেষে পটিয়া থানার ওসিকে প্রত্যাহার
- নারী ফুটবল দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
- বয়সের বাধা পেরিয়ে ধর্মীয় জ্ঞান আহরণ
- সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেফতার
- ক্যান্সার থেকে সেরে ওঠা ‘রোলার কোস্টার যাত্রা’: প্রিন্সেস কেট
- শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ
- মার্কিন সিনেটে ‘বিগ বিউটিফুল বিল’ পাস
- ‘হলি আর্টিজান নিয়ে ডিএমপি কমিশনারের বক্তব্য খণ্ডিতভাবে উপস্থাপিত হয়েছে’
- জাতীয় ঐকমত্য গঠনে সর্বোচ্চ সহযোগিতা করছে বিএনপি : সালাহউদ্দিন
- আগামী ৫ দিনে দেশজুড়ে বৃষ্টির আভাস
- জাপানে দুই সপ্তাহে ৯১১ ভূমিকম্প
- জনতার ভয়ে ডোবায় কেশবপুর আওয়ামী লীগের সভাপতি
- বিশেষ অভিযানে আরও ১৩০৫ জন গ্রেফতার
- ইতিহাস গড়ে প্রথমবার এশিয়ান কাপে বাংলাদেশ