শনিবার, ৭ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

ইমরান খানের পক্ষে হাই কোর্ট

দলীয় প্রধানের পদ

তোষাখানা মামলায় পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই) দলের চেয়ারম্যানের পদ থেকে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে সরিয়ে দেওয়া আটকে দিয়েছেন লাহোর হাই কোর্ট। এই মামলায় ইমরান খানকে পদ থেকে সরিয়ে দেওয়ার কথা ছিল দেশটির নির্বাচন কমিশনের। কিন্তু বৃহস্পতিবার বিচারপতি জাওয়াদ হাসান নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বাতিল করে দেন। উল্লেখ্য, সংবিধানের ৬৩(১)(পি) অনুচ্ছেদ অনুযায়ী ইমরান খানকে দলীয় প্রধানের পদ থেকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন। এ সিদ্ধান্তের প্রতিবাদে গত বুধবার আদালতে পিটিশন দায়ের করেন ইমরান খান। তার আবেদন গ্রহণ করে বৃহস্পতিবার গতকাল শুনানি করেন আদালত। ডন জানায়, ইমরান খানকে সরিয়ে দেওয়ার উদ্যোগ নির্বাচন কমিশন শুরু করে গত ৫ ডিসেম্বর। ১৩ ডিসেম্বর তারা ইসলামাবাদ হাই কোর্টকে জানায়, পিটিআইয়ের চেয়ারম্যান থেকে ইমরান খানকে সরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে তারা। ফলে ৪ জানুয়ারি ইমরান খান নির্বাচন কমিশনের এই প্রক্রিয়ার বিরুদ্ধে লাহোর হাই কোর্টের দ্বারস্থ হন। এতে তিনি দাবি করেন, কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে তা বেআইনি এবং সংবিধান পরিপন্থী। বৃহস্পতিবার আদালতে ইমরানের আইনজীবী ব্যারিস্টার আলি জাফর বলেন, দলীয় চেয়ারম্যানের পদ থেকে কাউকে সরিয়ে দেওয়ার কর্তৃত্ব নির্বাচন কমিশনের নেই।

সর্বশেষ খবর