বৃহস্পতিবার, ১২ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

বিক্ষোভে পেরুতে এক দিনে ১৭ জনের মৃত্যু

বিক্ষোভে পেরুতে এক দিনে ১৭ জনের মৃত্যু

আবারো রাজনৈতিক সংকট দেখা দিচ্ছে পেরুতে। সরকারবিরোধী বিক্ষোভে গত মাস থেকেই অশান্ত হয়ে রয়েছে দক্ষিণ আমেরিকার পেরু। কয়েকদিন ধরে বিক্ষোভের উত্তাপ সেখানে  ক্রমে বাড়ছে।

পেরুর পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ২৪ ঘণ্টায় নিহত হয়েছেন ১৭ জন। মাসখানেক ধরে চলা বিক্ষোভ-আন্দোলনে গতকালই সবচেয়ে বেশি সংখ্যক নাগরিকের মৃত্যু হয়েছে। তবে এখন পর্যন্ত এ প্রতিবাদ-বিক্ষোভে প্রাণ গেছে মোট ৩৯ জনের। বিক্ষোভকারীদের মূল দাবি, পেরুর সাবেক প্রেসিডেন্ট পেড্রো কাস্টিলোর দ্রুত মুক্তি। সেই সঙ্গে দেশে সাধারণ নির্বাচন ও সংবিধানের সংস্কারও চাইছেন তারা। তাদের দাবি, গত মাসে অনৈতিকভাবে কংগ্রেস মুলতবি করার অভিযোগ আনা হয় পেড্রোর বিরুদ্ধে। আর তার পরেই পেড্রোকে গ্রেফতার করা হয়। পেড্রোর জায়গায় এখন পেরুর প্রেসিডেন্ট ডিনা বোলুয়ার্তে। ডিনা মঙ্গলবার বলেছেন, বিক্ষোভকারীদের সব দাবি মানা সরকারের পক্ষে সম্ভব নয়। তাঁর বক্তব্য, দ্রুত নির্বাচন করার বিষয়ে সরকারও প্রতিশ্রুতিবদ্ধ।

সর্বশেষ খবর