শিরোনাম
শুক্রবার, ১৩ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

যে কারণে মার্কিন বিমান চলাচলে বিপর্যয়

এক দিন পর স্বাভাবিক হয়েছে মার্কিন বিমান পরিষেবা। মার্কিন পরিবহনমন্ত্রী দাবি করেছেন, প্রযুক্তিগত ত্রুটির কারণে বুধবার থেকে আমেরিকায় এ সমস্যার সৃষ্টি হয়। একের পর এক উড়ান বাতিল হওয়ায় চরম বিপাকে পড়েন যাত্রীরা। তিনি এ ঘটনার জন্য সাইবার হামলার অভিযোগ উড়িয়ে দিয়েছেন। ফ্লাইট বিলম্ব ও বাতিল পর্যবেক্ষণের ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ারে দেখা যায়, পূর্বাঞ্চলীয় সময় সন্ধ্যা ৬টা নাগাদ যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে সাড়ে ৯ হাজার ফ্লাইট বিলম্বিত এবং ১ হাজার ৩০০ ফ্লাইট বাতিল হয়েছে। ক্ষতিগ্রস্ত সিস্টেমটি নোটিশ টু এয়ার মিশন (নটাম) হিসেবে পরিচিত। এ সিস্টেমের মাধ্যমে ফ্লাইটের নিরাপত্তাকে প্রভাবিত করতে পারে এমন পরিস্থিতি সম্পর্কে জানাতে পাইলটদের সতর্কবার্তা পাঠানো হয়। উড়োজাহাজগুলোর পরস্পরের নিরাপদ দূরত্বে উড্ডয়নসম্পর্কিত এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেম থেকে নটাম আলাদা। তবে আকাশপথের নিরাপত্তার জন্য এটাও গুরুত্বপূর্ণ যন্ত্র হিসেবে পরিচিত।

 বুধবার রাতে বিবৃতিতে এফএএ স্বীকার করেছে, একটি ‘করাপ্টেড ফাইলের’ কারণে নটাম সিস্টেমে এ বিভ্রাট তৈরি হয়েছিল। তবে এখন পর্যন্ত সাইবার হামলার কোনো আলামত পাওয়া যায়নি।’

সর্বশেষ খবর