ভারতের স্বাধীন ও জনপ্রিয় গণমাধ্যম নিউ দিল্লি টেলিভিশনের (এনডিটিভি) প্রেসিডেন্ট সুপর্ণা সিংসহ উচ্চপদস্থ কর্মকর্তারা পদত্যাগ করেছেন। ভারতীয় বহুজাতিক সংস্থা আদানি গ্রুপ সম্প্রচারমাধ্যমটির ৬৫ শতাংশের মতো মালিকানার নিয়ন্ত্রণ নেওয়ার এক মাসেরও কম সময়ের মধ্যে সুপর্ণাসহ অন্যদের পদত্যাগের এ ঘোষণা এলো, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ডিসেম্বরে কোম্পানির পরিচালনা পর্ষদ থেকে দুই প্রতিষ্ঠাতা প্রণয় রায় ও রাধিকা রায়ের পদত্যাগের পর এনডিটিভির কৌশলবিষয়ক প্রধান কর্মকর্তা আরিজিৎ চট্টোপাধ্যায় এবং প্রযুক্তি ও পণ্যবিষয়ক প্রধান কর্মকর্তা কাওয়ালজিৎ সিংও দায়িত্ব ছেড়ে দেন। পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগের আগে প্রণয় ও রাধিকা তাদের মালিকানার বেশির ভাগটাই আদাুিন গ্রুপের কাছে বিক্রি করে দিয়েছিলেন। ওই পদক্ষেপের ফলে মাত্র চার মাসের চেষ্টাতেই ধনকুবের গৌতম আদানি নেতৃত্বাধীন কোম্পানিগুলোর কাছে সম্প্রচার মাধ্যমটির নিয়ন্ত্রণ চলে যায়। এ সময়ের মধ্যে নিয়ন্ত্রক কর্তৃপক্ষের নিষেধাজ্ঞার কথা বলে এনডিটিভি ওই শেয়ার হস্তান্তর ঠেকাতে কয়েকবার চেষ্টা করেও ব্যর্থ হয়।